প্রেসবিজ্ঞপ্তি
সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ০৬/১০/২০২৪ তারিখ রোজ বরিবার দুপুর ১২:০০-০১:৪৫ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসক, বরিশাল-এর সম্মেলনকক্ষে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের আয়োজনে সহকারী পরিচালক জনাব শেখ কামাল মেহেদী-এর সঞ্চালনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব লুসিকান্ত হাজং, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ রিয়াজ হোসেন পিপিএম, বিভিন্ন এনজিও, লঞ্চ মালিক সমিতি বরিশাল, বরিশাল সিটি কর্পোরেশনের অর্ন্তগত সকল বাজার মালিক সমিতি এর সভাপতি ও সেক্রেটারী, সেচ্ছাসেবী সংগঠন ও সুপার শপের মালিক, বিএনসিসি, গালর্স গাইড, বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের ছাত্রছাত্রী ও প্রেস ক্লাব এর সাংবাদিক উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য পেশ করেন।
আলোচনান্তে, নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের/কাপড়ের তৈরী ব্যাগ বাজারে সল্পমূল্যে বিক্রয়ের জন্য দৃষ্টি আকর্ষণ করেন। পলিথিন ব্যাগের ক্ষতিকারক দিক তুলে ধরে প্রচার প্রসার করা, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরী করা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে জনসচেনতামূলক কার্যক্রম গ্রহণ করা, বাজারে লিফ লেট বিতরণ, ব্যানার লাগানো, পরিবহন/যানবাহনে পলিথিন শপিং ব্যাগ পরিবহন না করার জন্য পদক্ষেপ গ্রহণ করা, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের স্থান/কারখানা বন্ধ করার জন্য সুপারিশ গৃহিত হয়। অন্যথায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানী, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বানিজ্যিক উদ্দেশ্যে পরিবহণ ও বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর দন্ড ১৫ ধারা ৬(ক)(খ) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, গালর্স গাইড, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে বাজার মনিটরিং করার জন্য মনিটরিং টিম গঠনের তাগিদ দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস