শব্দদূষণ নিয়ন্ত্রণে অদ্য ২৫/০৬/২০২৪ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরুখ আলম শান্তনু-এর নেতৃত্বে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় বরিশাল মহানগরের গড়িয়ার পাড়, সারা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় শব্দদূষণের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ মোতাবেক শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহার করায় ৫টি যানবাহনের চালককে সর্বমোট ৮,০০০/-(আট হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শেখ কামাল মেহেদী মোবাইল কোর্টে প্রশিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ দপ্তর কর্তৃক নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস