পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের উদ্দ্যোগে অদ্য ৩১/০৭/২০২৪ তারিখ রোজ বুধবার দুপুর ১.৫২ টায় বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরুখ আলম শান্তনু-এর নেতৃত্বে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় বরিশাল মহানগরের অর্ন্তগত পোর্টরোড নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযুক্ত ব্যাক্তিদের আনুমানিক ৪৫কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগসহ জব্দ করা হয়। অভিযুক্তকারী ব্যাক্তিগনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা/দন্ডবিধি ৬ক, ৬(খ) মোতাবেক মোট=২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা ধার্য্য করে তাৎক্ষনিকভাবে আদায় করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের স্টোর রুমে সংরক্ষণ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয় কর্তৃক অবৈধ নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানী, বাজারজাতকরণ, বিক্রয়, মজুদ, বিতরণ, বণিজ্যিক উদ্দ্যেশ্যে পরিবহন এবং ব্যবহার নিয়ন্ত্রণে এ দপ্তর কর্তৃক নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস