Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
প্রেস বিজ্ঞপ্তি, ০১/১০/২০২৪
Details

পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের উদ্দ্যোগে অদ্য ০১/১০/২০২৪ তারিখ রোজ মঙ্গলবার দুপুর ২:৩০ ঘটিকায় বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ মারজানুর রহমান ও জনাব মোহাম্মদ লুৎফর রহমান-এর নেতৃত্বে এবং আরমড পুলিশ ব্যাটেলিয়ান-এর সহযোগিতায় বরিশাল মহানগরের অর্ন্তগত বাজাররোড নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযুক্ত ব্যক্তিগণ হতে আনুমানিক ০৯ কেজি ৮০০ গ্রাম অবৈধ নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগসহ জব্দ করা হয়। অভিযুক্ত ব্যাক্তিগনকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ আমদানী, বাজারজাতকরণ ও বিক্রয় করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা/দন্ডবিধি ৬ক, ৬(খ) মোতাবেক মোট=১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য্য করে তাৎক্ষনিকভাবে আদায় করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের স্টোর রুমে সংরক্ষণ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয় কর্তৃক অবৈধ নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানী, বাজারজাতকরণ, বিক্রয়, মজুদ, বিতরণ, বণিজ্যিক উদ্দ্যেশ্যে পরিবহন এবং ব্যবহার নিয়ন্ত্রণে এ দপ্তর কর্তৃক নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Attachments
Publish Date
01/10/2024
Archieve Date
01/10/2024