পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয় বরিশাল জেলার অন্তর্গত ১০টি উপজেলায় বর্তমান ও আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জেলার সকল শিল্প প্রতিষ্ঠান/প্রকল্প স্থাপনের জন্য অনলাইনে পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন প্রদান, কার্যক্রম মনিটরিং এবং এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান/প্রকল্পের ক্ষেত্রেও একইরূপ কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিবেশ দূষণের যেকোনো ধরণের অভিযোগ, জলাশয় ভরাট ইত্যাদি বিষয়ে সরেজমিন পরিদর্শনপূর্বক নোটিশ প্রদান, মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়। পরিবেশ দূষণরোধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) মোতাবেক সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ, অবৈধভাবে পরিচালিত ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, জলাশয় ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয় মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট পরিচালনা করে থাকে। পরিবেশ রক্ষার বিষয়ে জনসচেতনতা প্রচার প্রচারনা চালানো হয় এবং প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS